৯ মার্চ ২০১৬, বুধবার, ১০:৫৬

শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে সরকারের বাধাদান ও গ্রেফতারের প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসেম আলীকে সরকারের হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং মুক্তির দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহুত দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে সরকারের বাধাদান ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৯ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “শান্তিপূর্ণ হরতাল আহবান ও পালন করা জনগণের সাংবিধানিক অধিকার। এ অধিকারে বাধা দিয়ে সরকার চরম অন্যায় করেছে।
সরকারের বাধা, প্রতিবন্ধকতা, রক্ত চক্ষু ও ভয়ভীতি উপেক্ষা করে জামায়াতের আহ্বানে সাড়া দিয়ে দেশের জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছে। সরকার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসেম আলীকে হত্যার যে ষড়যন্ত্র করছে দেশের জনগণ হরতাল পালন করে সে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে। তাকে হত্যার ষড়যন্ত্র কখনো জনগণ মেনে নিবে না।
জামায়াতের আহতু হরতাল বানচাল করার জন্য সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করে বাধা দিয়েছে। ৯ মার্চ হরতাল চলাকালে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর জনাব আবদুল মোমেনসহ ৭ জন নেতা-কর্মীকে এবং চাঁদপুরে ৩ জন ও ফেনীতে ১ জন কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
বর্তমান সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই ষড়যন্ত্র করে জামায়াতের শীর্ষ নেতাদের একের পর এক হত্যা করছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সরকার জামায়াতের নেতাদের হত্যা করছে। এভাবে নেতা-কর্মীদের হত্যা করে কখনো কোন আদর্শবাদী দলকে নিশ্চিহ্ন করা যায় না। জামায়াতের নেতাদের হত্যা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশের জনগণ এবং সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।
আজ ৯ মার্চ সাভারে শ্যামলী পরিবহণের দুটি বাস পোড়ানোর ঘটনার সাথে জামায়াতের আহুত শান্তিপূর্ণ হরতালের কোন সম্পর্ক নেই। শ্যামলী পরিবহণের দুটি বাস পোড়ানোর ঘটনার আমি নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনানুগ শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসেম আলীসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”