১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ৭:২৮

পণ্য পরিবহনে যুক্তরাজ্যের সাময়িক নিষেধাজ্ঞা জারি করায় গভীর উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক মানদন্ডে নিরাপত্তার ঘাটতি থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্যের সাময়িক নিষেধাজ্ঞা জারি করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১০ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের হওয়া উচিত। যাতে কেউ এ বিমান বন্দরের নিরাপত্তার মান সম্পর্কে প্রশ্ন তুলতে না পারে।

গত ৮ মার্চ মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী মিঃ ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট লিখিত চিঠিতে ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দর থেকে পণ্য পরিবহনে ব্রিটিশ সরকারের সাময়িক নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন। এতে বাণিজ্যিকভাবে মূলতঃ বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে এবং রপ্তানিমুখী শিল্প বড় ধরনের ঝুঁকিতে পড়বে। দেশের জনগণ মনে করে এটা বাংলাদেশ সরকারের চরম ব্যর্থতা ও অযোগ্যতা।

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রয়োজন। গত বছর নভেম্বর মাসে ঢাকা থেকে সরাসরি পণ্য পরিবহনের ব্যাপারে অস্ট্রেলিয়া সরকারও নিষেধাজ্ঞা জারি করেছিল, যা এখনও বলবত আছে। তখনই বাংলাদেশ সরকারের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত ছিল।

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”