১৪ মার্চ ২০১৬, সোমবার, ৭:২৬

তুরস্কে গাড়ী বোমা হামলার নিন্দা

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি গাড়ী বোমা হামলায় কমপক্ষে ৩৪ জন লোক নিহত ও ১২৫ জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৪ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়ী বোমা হামলায় কমপক্ষে ৩৪ জন লোক নিহত ও ১২৫ জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় তুরস্কের জনগণের মত বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত।

আমি আশা করি তুরস্ক সরকার এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করতে সক্ষম হবেন এবং তুরস্ক সরকার ও জনগণ এ বিরাট ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এ ধরনের সন্ত্রাসী হামলা বিশ্বশান্তি ও মানবতার প্রতি এক মারাত্মক আঘাত।

আঙ্কারায় গাড়ী বোমা হামলায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, তুরস্ক সরকার, জনগণ ও আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”