১৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ৭:২৪

সরকার একদলীয় স্বৈরশাসন কায়েম করার উদ্দেশ্যেই জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করছে

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুর রবকে গত ১৬ মার্চ ও যশোহর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ সোলায়মানকে ১৭ মার্চ পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ ১৭ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুর রব ও যশোহর সদর উপজেলায় বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ সোলায়মানকে পুলিশ বিনা কারণে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দিচ্ছে। সরকার একদলীয় স্বৈরশাসন কায়েম করার উদ্দেশ্যেই জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুর রবসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”