২২ মার্চ ২০১৬, মঙ্গলবার, ৭:২১

নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে আওয়ামীলীগ নির্বাচনের ফলাফল ছিনিয়ে নিয়েছে

আজ ২২ মার্চ সারা দেশে ৭১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নজিরবিহীন সন্ত্রাস, ব্যালট বাক্স ছিনতাই, প্রতিপক্ষের পোলিং এজেন্ডদের বের করে দেয়া, নির্বাচন শুরুর পূর্বেই কোথাও রাতে, আবার কোথাও সকালে সীল মেরে ব্যালট বাক্স ভর্তি করে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদেরকে জোর করে বিজয়ী করার উদ্যোগ গ্রহণের তীব্র নিন্দা জ্ঞাপন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২২ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আমরা বারবার বলে আসছি দলীয় সরকার ও দলীয় নির্বাচন কমিশনের অধীনে কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। প্রথম দফায় সারা দেশে ৭১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তা আবারো প্রমাণিত হলো। এ নির্বাচনে ইতোমধ্যে ৯৬ জন বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তৃণমূল পর্যায়ের এ নির্বাচনে অতীতে কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারো নির্বাচিত হওয়ার নজির নেই।

আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রতিপক্ষ দল ও স্বতন্ত্র প্রার্থীরা যাতে নমিনেশন জমা দিতে না পারে সে জন্য মামলা, হামলা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আজকের নির্বাচনে তারা নজিরবিহিন সন্ত্রাস চালিয়েছে। নির্বাচন কমিশনকে অন্যায়ভাবে ব্যবহার করে আওয়ামী লীগ নির্বাচনের ফলাফল ছিনিয়ে নিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারী দলকে সার্বিকভাবে সহযোগিতা করেছে।

সাতক্ষীরা জেলায় কেন্দ্র দখল, জালভোট, ভোটকারচুপি, অনিয়ম ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়াও সদরে ৪টি, তালায় ৩টি, কলারোয়ায় ৩টি ও কালীগঞ্জে ২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সাতক্ষীরার কুমিরায় নৌকা প্রতীকে জালভোট দিতে গিয়ে পুলিশের গুলিতে আওয়ামী লীগ নেতা ও তার ভাই আহত হয়েছে। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল হক গভীর রাতে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জোর করে ব্যালট নিয়ে বাক্স ভর্তি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রিজাইডিং অফিসারকে আহত করা হয়েছে।

লক্ষ্মীপুরের কমলনগরে প্রিজাইডিং অফিসারের সামনে জোর করে জাল ভোট দিয়েছে নৌকার সমর্থকরা। নেয়াখালীর হাতিয়ায় প্রিজাইডিং অফিসার আবদুল আওয়াল ও পোলিং অফিসার শাহাদাত হোসেন দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছে। লক্ষ্মীপুরে ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ-বোমা বিস্ফোরণ: আহত ২৫। লক্ষীপুরে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে আহত ৩। কুমিল্লায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩। বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ২০ জন আহত হয়েছে। ভোলায় ৩০ জন আহত হয়েছে। ৩৫টি ইউনিয়নের ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছে সরকারী দল।

ভোলা জেলায় ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, ৬ জনকে কুপিয়ে জখম। ভোলার চরফ্যাশন ও মনপুরায় ৮ টি ইউনিয়নের সব কেন্দ্র দখল করে নৌকায় সীল মেরেছে আওয়ামী লীগ কর্মীরা।

বরিশালের রায়পাশায় বাক্সসহ ব্যালট পেপার ছিনতাই, ভোট বন্ধ। মেহেন্দীগঞ্জে এমপির প্রভাবে বিদ্রোহী প্রার্থীদের তা-বে আওয়ামী প্রার্থীর ভোট বর্জন। খুলনা জেলার ডুমুরিয়ায় ভোটের আগেই নৌকা প্রতীকে সিল।

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ২ ইউনিয়নের সব কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ। বেতাগীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বেতাগী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো: বশিরুল আলম পলাশ নামে এক প্রার্থীসহ ৫জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা এবতেদায়ী মাদ্রাসা ভোটকেন্দ্রে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বগুড়া জেলার সারিয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির এজেন্টদের মেরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে।

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ছলিমপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত মেম্বার প্রার্থী মো: রোকন উদ্দিন প্রকাশ রোকন মেম্বারকে আটক করেছে র‌্যাব। কক্সবাজারের টেকনাফে কেন্দ্র দখল নিয়ে গুলাগুলি, গুলিবিদ্ধ ৭জন। ময়মনসিংহের পয়ারীতে ব্যালট বাক্স চুরির সময় আ. লীগ প্রার্থী আটক। শেরপুরে কেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪।

মাদারীপুরে ভোট কারচুপি ও এজেন্টদের জোর পূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আক্কাস মোল্লা ভোট বর্জন করেছে। এভাবেই সারা দেশে তারা সন্ত্রাস চালিয়েছে। সারাদেশে বহু সংখ্যক ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। অথচ নির্বাচন কমিশন ও প্রশাসন এ ব্যাপারে নির্বিকার।

প্রশাসন সন্ত্রাস বন্ধ করার পরিবর্তে আওয়ামী সন্ত্রাসীদেরকে সহযোগিতা করেছে। নির্বাচন কমিশনের নিকট অভিযোগ দায়ের করেও কোন লাভ হয়নি। আমি সরকার ও নির্বাচন কমিশনের ন্যক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

সেই সাথে জনগণের ভোটাধিকার হরণকারী এ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।