৩০ সেপ্টেম্বর ২০১৭, শনিবার, ৮:৫৪

রোহিঙ্গা সমস্যা সমাধানে কোনো সিদ্ধান্ত ছাড়াই নিরাপত্তা পরিষদের বৈঠক সমাপ্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ

রাশিয়া এবং ভারতকে রোহিঙ্গা ইস্যুতে ঘনিষ্ঠভাবে পাশে না পাওয়ার মধ্যদিয়ে বাংলাদেশ সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতাই ফুটে উঠেছে

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানের ব্যাপারে সিদ্ধান্ত ছাড়াই নিরাপত্তা পরিষদের বৈঠক সমাপ্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৩০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানের ব্যাপারে কোন ইতিবাচক সিদ্ধান্ত ছাড়াই সমাপ্ত হওয়ায় বিশ্ববাসী বিশেষ করে বাংলাদেশের জনগণ হতাশ হয়েছে। এ ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

বিশ্ববাসী বিশেষ করে বাংলাদেশের জনগণ আশা করেছিল যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্ব বহাল করে তাদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের পূনর্বাসনের ব্যাপারে যথার্থ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার বিরোধীতার কারণে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত ছাড়াই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সমাপ্ত হওয়ায় বাংলাদেশের জনগণ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে।

চীন ও রাশিয়া বাংলাদেশের দু’টি বন্ধু রাষ্ট্র এবং বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশ সরকারের দূর্বল ও উদ্দেশ্যহীন কূটনৈতিক ভূমিকার কারণে দু’টি বন্ধু দেশকে সঠিকভাবে বিষয়টি অবহিত করে তাদের সমর্থন লাভে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এ ধরণের দুর্বল ভূমিকা জনগন দেখতে চায় না। মিয়ানমারের জঘন্য মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গোটা বিশ্ব যেখানে প্রতিবাদে সোচ্চার সেই ক্ষেত্রে চীন, রাশিয়া এবং ভারতকে রোহিঙ্গা ইস্যুতে ঘনিষ্ঠভাবে পাশে না পাওয়ার মধ্যদিয়ে বাংলাদেশ সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতাই ফুটে উঠেছে। সরকারের পক্ষ থেকে অনতিবিলম্বে এই তিনটি দেশে উচ্চ পর্যায়ের কূটনৈতিক টিম পাঠিয়ে রোহিঙ্গা মুসলমানদের ন্যায় সঙ্গত ইস্যুতে তাদের জোড়ালো সমর্থন আদায় করতে হবে। বাংলাদেশের জনগণ এর কোন ব্যতিক্রম মেনে নেবে না।”