২৩ মার্চ ২০১৬, বুধবার, ৭:২০

রাষ্ট্রবিরোধী রাজনীতির সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “জামায়াত তুরস্কের আদলে ‘গুলেন মুভমেন্ট’ নেটওয়ার্ক তৈরী করছে।” শিরোনামে আজ ২৩ মার্চ প্রকাশিত কাল্পনিক রিপোর্টের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ২৩ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠের এ রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে সব কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক। তুরস্কের গুলেন মুভমেন্টের আদলে জামায়াতের নেটওয়ার্ক তৈরী করার প্রশ্নই আসে না। জামায়াতে ইসলামীরই নিজস্ব কর্মসূচী আছে। অন্যের কর্মসূচি ধার করে আনার প্রয়োজন নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাস করে। কোন গোপন রাজনীতি কিংবা নাশকতা বা রাষ্ট্রবিরোধী রাজনীতির সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই।

দৈনিক জনকণ্ঠের রিপোর্টে প্রধানমন্ত্রীসহ ছয়জন বিশিষ্ট নাগরিককে হত্যার উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করার যে পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে তার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। অত্যন্ত গোপনে জামায়াত ও ছাত্রশিবির সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আইএস, একিউআইএস, আনসার উল্লাহ বাংলাটীমসহ অন্যান্য জঙ্গী সংগঠনের নামে দায় স্বীকার করে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করার যে কথা জনকণ্ঠের রিপোর্টে লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এগুলো দৈনিক জনকণ্ঠের সংশ্লিষ্ট রিপোর্টারের অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”