২৭ মার্চ ২০১৬, রবিবার, ৭:১৭

সর্বোচ্চ আদালত কর্তৃক দন্ড প্রাপ্ত দুই মন্ত্রীর অনতিবিলম্বে পদত্যাগ করার আহ্বান

আদালত অবমাননার দায়ে খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হককে আজ ২৭ মার্চ দেশের সর্বোচ্চ আদালত দন্ড দেয়ার পর অবিলম্বে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ২৭ মার্চ এক বিবৃতি প্রদান করেছেনঃ-

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে একের এর এক ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে তাদের হত্যা করছে। কথিত মানবতাবিরোধী অপরাধের নামে সরকার দলীয় লোকদের সাক্ষ্য নিয়ে বিচারের নামে প্রহসন করছে। প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীবর্গ বিভিন্ন সময়ে সভা-সমাবেশে ও মিডিয়ার সামনে জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানোর দাবি জানিয়ে আসছে। জামায়াত থেকে এর বিরুদ্ধে বারবার প্রতিবাদ করা সত্ত্বেও তার পুনরাবৃত্তি করা হয়েছে, যা সুস্পষ্টভাবে আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের শামিল। সর্বশেষে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসেম আলীর ব্যাপারে দুই মন্ত্রী যেভাবে ও যে ভাষায় আক্রমণ করেছেন তাতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

সর্বোচ্চ আদালত কর্তৃক দন্ড প্রাপ্তির পর দুই মন্ত্রীর অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। কারণ মন্ত্রীদ্বয় শপথ ভঙ্গ করেছেন। কেউ শপথ ভঙ্গ করলে মন্ত্রী থাকার নৈতিক অধিকার হারায়। এ দন্ড প্রদানের দ্বারা আবারও প্রমাণিত হল মন্ত্রীবর্গ বিচার বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপ করে জামায়াত নেতৃবৃন্দকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, যা গুরুতরভাবে আদালত অবমাননার শামিল।”