২৮ মার্চ ২০১৬, সোমবার, ৭:১৫

দেশের বিভিন্ন স্থানে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা

গত ২৭ মার্চ রাতে জামালপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আ.ফ.ম নূরুল ইসলামকে এবং ২৮ মার্চ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা কারামাত আলীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৮মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীনউদ্দেশ্যেই জামালপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আ.ফ.ম নূরুল ইসলামকে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা কারামাত আলীকে সরকার পুলিশ দিয়ে অন্যায়ভাবে গ্রেফতার করিয়েছে। তারা সম্পূর্ণ নির্দোষ।

জামালপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আ.ফ.ম নূরুল ইসলামকে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা কারামাত আলীকে গ্রেফতার করা ছাড়াও আজ ২৮ মার্চ শান্তিপূর্ণ হরতাল চলাকালে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ১জন কর্মীকে, চাঁদপুরে ইসলামী ছাত্রশিবিরের ২জন কর্মীকে, গাজীপুরে ১জন জামায়াত কর্মীকে ও ঢাকা মহানগরীতে ২জন জামায়াত কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

জনসমর্থন হারিয়ে সরকার গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকার একদলীয় স্বৈরতন্ত্র কায়েম করে অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চায়। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রেফতার ও জুলুম-নির্যাতন বন্ধ করে জামালপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আ.ফ.ম নূরুল ইসলামকে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা কারামাত আলীসহ সারাদেশে জামায়াত এবং ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”