৩ এপ্রিল ২০১৬, রবিবার, ৭:১২

দৈনিক জনকণ্ঠের মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা

দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় আজ ৩ এপ্রিল “জামায়াত-শিবিরের জঙ্গিরাও অবৈধ আগ্নেয়াস্ত্রের ক্রেতা” শিরোনামে প্রকাশিত রিপোর্টে গোয়েন্দা পুলিশ সূত্রের বরাত দিয়ে “অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের অস্ত্রের ক্রেতা জামায়াত-শিবির। সময়-সুযোগ বুঝে অস্ত্রের মজুত বাড়াচ্ছে জামায়াত-শিবিরের ক্যাডাররা” মর্মে যে সব মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৩ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠের রিপোর্টে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা।

আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। অনিয়মতান্ত্রিক ধারার সন্ত্রাসী রাজনীতিকে ঘৃণা করে। তাই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অবৈধ ব্যবসায়ীদের অস্ত্রের ক্রেতা হওয়া কিংবা অস্ত্রের মজুদ বাড়ানোর প্রশ্নই আসে না। এ সব তথ্য দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টারের অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের মিথ্যা রিপোর্ট প্রকাশ করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”