৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ৭:১১

জামায়াত শিবিরকে জড়িয়ে কালের কণ্ঠের মিথ্যা রিপোর্টের প্রতিবাদ

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার তৃতীয় পৃষ্ঠায় “জামায়াত-শিবিরও জড়িত!” শিরোনামে প্রকাশিত রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে “কুড়িগ্রামের ধর্মান্তরিত খ্রীস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যাকান্ডে জড়িতদের মধ্যে জামায়াত শিবিরের লোকজন রয়েছে” মর্মে যে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজ ৫ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ বলেন, “কুড়িগ্রামের ধর্মান্তরিত খ্রীস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যাকান্ডে জড়িতদের মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন লোক নেই। কালের কণ্ঠের এ রিপোর্টে পরিবেশিত তথ্য সর্বৈব মিথ্যা।

দৈনিক কালের কণ্ঠের এ রিপোর্টটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবতার সাথে এ রিপোর্টের কোন সম্পর্ক নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই এ রিপোটে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”