১৬ এপ্রিল ২০১৬, শনিবার, ৭:০০

সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের নিন্দা: বর্তমান সরকার দেশে জুলুমতন্ত্র কায়েম করেছে

বিশিষ্ট সাংবাদিক জনাব শফিক রেহমানকে আজ ১৬ এপ্রিল সকালে তার বাসা থেকে গ্রেফতার করার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৬ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই সাংবাদিক শফিক রেহানকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

বর্তমান সরকার দেশে জুলুমতন্ত্র কায়েম করেছে। বর্তমান সরকারের আমলে দেশের সাংবাদিকগণ নজিরবিহীনভাবে নির্যাতিত ও নিগৃহীত হচ্ছে। সরকার মিডিয়াকে কুক্ষিগত করে বিবেকবান, নিরপেক্ষ ও আপোষহীন সাংবাদিক এবং পত্রিকার সম্পাদকগণকে একে একে গ্রেফতার করছে। এ সরকারের আমলে সাগর-রুনিসহ বহু সাংবাদিককে হত্যা করা হয়েছে। বিরোধী মতের টিভি চ্যানেল ও সংবাদপত্র সরকারী নগ্ন হস্তক্ষেপে বন্ধ করে দেয়া হয়েছে। যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য খুবই উদ্বেগজনক। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। প্রকৃতপক্ষে দেশে একটি স্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ ব্যাপারে উদ্বেগ ও আপত্তির বিষয় উত্থাপন করলেও সরকার তাতে কান দিচ্ছে না।

বিশিষ্ট সাংবাদিক জনাব শফিক রেহমান সরকারের জুলুমের শিকার হয়েছেন। জুলুম-নির্যাতন বন্ধ করে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”