১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ১১:১৭

সরকারের একগুঁয়েমি মনোভাবের তীব্র নিন্দাঃ নার্সদের ন্যায়সংগত দাবি মেনে নেয়া উচিত

সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে হাজার হাজার নার্সদের পদ শূন্য থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ না দেয়ায় বেকার নার্সরা আন্দোলন শুরু করেছে। তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৯ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নার্সদের ন্যায়সংগত দাবি মেনে নেয়া উচিত।

সরকারী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে হাজার হাজার নার্সদের পদ খালি রয়েছে। অথচ নার্সিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে নার্সরা বেকার জীবন-যাপন করছে। সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সংখ্যক নার্স না থাকায় সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোগীরা সঠিকমানের সেবা না পেয়ে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগ যাতনা ভোগ করছে।

সরকার নার্সদের দাবি মেনে না নেয়ায় আন্দোলনে নেমেছে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি এবং বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এ্যাসোসিয়েশন। তারা ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেয়ার ভিত্তিতে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছে। ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রিধারী এবং বিএসসি-ইন-নার্সিং ডিগ্রিধারী বেকার নার্সের সংখ্যা প্রায় সাড়ে একুশ হাজার বলে জানা গিয়েছে।

সরকারী কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দও উন্নতমানের সেবা না পেয়ে ব্যয়বহুল বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। বেকার নার্সরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। অথচ সরকারের পক্ষ থেকে তাদের দাবি-দাওয়া মেনে নেয়া হচ্ছে না।

আমি সরকারের একগুঁয়েমি মনোভাবের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে বেকার নার্সদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে অনতিবিলম্বে তাদেরকে নিয়োগ দিয়ে হাসপাতালের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। শুধু নার্সদের স্বার্থে নয়, বরং জনস্বার্থেই বেকার নার্সদের নিয়োগ দেয়া প্রয়োজন।”