২৭ এপ্রিল ২০১৬, বুধবার, ১০:৫৮

স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের বিরুদ্ধে ডাহা মিথ্যা বক্তব্য দিচ্ছেনঃ সন্ত্রাসের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ ২৭ এপ্রিল দৈনিক প্রথম আলো পত্রিকার ১ম পৃষ্ঠায় প্রকাশিত একটি সাক্ষাতকারে “দেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত রয়েছে।” মর্মে যে অসত্য বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৭ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, দেশে সংঘটিত কোন হত্যাকাণ্ডের সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী ইতোপূর্বেও জামায়াতের বিরুদ্ধে এ ধরণের ডাহা মিথ্যা বক্তব্য দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তার বক্তব্যের সত্যতার কোন প্রমাণ পাওয়া যায়নি। এ থেকেই প্রমাণিত হয় যে, সন্ত্রাসের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই।

কোন ঘটনা ঘটলেই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ছাড়া রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে মিথ্যা বক্তব্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা চালাচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এ ধরনের কাল্পনিক বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”