৩ মে ২০১৬, মঙ্গলবার, ১০:৫২

কারওয়ান বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ

গত ১ মে দিবাগত রাতে ঢাকা মহানগরীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ০৩ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কারওয়ান বাজারের অগ্নিকাণ্ডে প্রায় দুইশত দোকান পুড়ে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে গিয়েছেন।

রাজধানীর কেন্দ্র স্থলে মধ্য রাতে শত-শত দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনাটা খুবই রহস্যজনক। এতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী সব কিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এ ধরনের একটা ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে কোনভাবেই মেনে নেয়া যায় না। সরকারের উচিত হবে কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনানুগ শাস্তি প্রদানের ব্যবস্থা করা।

কারওয়ান বাজারের অগ্নিকাণ্ডে যে সব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”