দৈনিক মানবজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় “হেফাজত-জামায়াতকে ঘিরে রাজনীতিতে নয়া সমীকরণ” শিরোনামে গত ১ মে প্রকাশিত রিপোর্টে জামায়াতে ইসলামীকে নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ০৩ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক মানবজমিন পত্রিকার রিপোর্টে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব সৃষ্টির যে কথা লেখা হয়েছে তা সত্য নয়।
মানবজমিনের রিপোর্ট সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো যে, জামায়াত ২০ দলীয় জোটে আছে। এ নিয়ে প্রশ্ন সৃষ্টির কোন সুযোগ নেই। জামায়াতের প্রতিনিধিগণ বিএনপির কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ করেছে। কাজেই জামায়াত বিএনপি কিংবা ২০ দলীয় জোটের কোন কর্মসূচিতে যাচ্ছে না বলে মানবজমিনের রিপোর্টে যে কথা লেখা হয়েছে তা সত্য নয়। এখন ২০ দলীয় জোটের যৌথ কোন কর্মসূচি না থাকায় যোগাযোগ কিছুটা কম। আন্দোলনের কর্মসূচি দিলেই যোগাযোগ বাড়বে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি এবং জামায়াত যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করছে। আমরা এসব নির্বাচনে জোটগতভাবে অংশ নেইনি।
২০ দলীয় জোটে যে সমস্ত দল আছে তারা জোটগতভাবে গৃহীত সিদ্ধান্ত এক সাথেই বাস্তবায়ন করে। আবার প্রত্যেকটি দলের নিজস্ব অনেক কর্মসূচি থাকে। সুতরাং দলীয় এবং জোটের অবস্থান থেকে পালিত কোন কর্মসূচি নিয়েই বিভ্রান্তি সৃষ্টির কোন অবকাশ নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের বানোয়াট রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক মানবজমিন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”