ফিলিস্তিনের গাজায় হামাসের অবস্থানের ওপর ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ০৬ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ফিলিস্তিনের গাজায় হামাসের অবস্থানের ওপর ইসরাইলীদের বর্বর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি শান্তিকামী বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
গত প্রায় ২ বছর পর আবারও মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইহুদিবাদী ইসরাইল গাজায় হামাসের তিনটি অবস্থানের ওপর বিনা কারণে ট্যাংক, মর্টার ও ভয়াবহ বিমান হামলা শুরু করেছে। ইসরাইলী ট্যাংকের গোলায় বহু সংখ্যক লোক হতাহত হয়েছেন। ছোট-খাট বিষয় নিয়ে যারা চায়ের কাপে ঝড় তোলেন তারা আজ ইসরাইলীদের বর্বর হামলার প্রতিবাদ না জানিয়ে নিরব কেন? ফিলিস্তিনী সমস্যার একমাত্র সমাধান হল ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি দেয়া।
বছরের পর বছর ধরে নিরপরাধ ফিলিস্তিনীদের ওপর ইসরাইলীদের এ অন্যায়, অবৈধ ও সন্ত্রাসী হামলায় হাজার হাজার নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য নিরপরাধ মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ আহত হয়েছেন। নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনী মজলুম জনগণের পাশে দাঁড়ানো শান্তিকামী বিশ্ববাসীর দায়িত্ব। ইসরাইলী বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি জাতিসংঘসহ শান্তিকামী সকল বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
ইসরাইলী হামলায় যারা নিহত হয়েছেন তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহত ফিলিস্তিনীদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।”