১৪ মে ২০১৬, শনিবার, ১০:২২

সারাদেশে বজ্রপাতে ২৩ জন লোক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

গত ১৩ মে বজ্রপাতে সারাদেশে ২৩ জন লোক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৪ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বজ্রপাতে ব্যাপক প্রাণহানিতে জনগণ উদ্বিগ্ন।

আবহাওয়া বিজ্ঞানীদের মতে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণেই বজ্রপাতে এত অধিক সংখ্যক মানুষ নিহত হচ্ছে। গত দুদিনে সারাদেশে বজ্রপাতে ৬৮ জন লোক নিহত হয়েছেন। বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে মানুষ যাতে চলাচল বন্ধ রাখে এবং নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করে সে ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধির জন্য বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে রেডিও এবং টেলিভিশনসহ সকল গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো দরকার। সর্বোপরি বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর রহমাত কামনা করা প্রয়োজন। কেবল মাত্র আল্লাহই আমাদের যাবতীয় বিপদ-আপদ থেকে রক্ষা করতে পারেন।

গতকাল যারা বজ্রপাতে নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করছি।”