১৮ মে ২০১৬, বুধবার, ১০:২০

ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মাহফুজুল হক নূরুজ্জামানের বক্তব্য ভিত্তিহীন মিথ্যা

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মাহফুজুল হক নূরুজ্জামান গত ১৬ মে দুপুরে ঢাকা রেঞ্জ অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে “প্রতিটি চাঞ্চল্যকর খুনের পর যাদের ধরা হয়েছে, তাদের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পর্ক আছে। জামায়াত-শিবির এসব কাজে অর্থায়ন করছে।” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৮ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মাহফুজুল হক নূরুজ্জামানের বক্তব্য ভিত্তিহীন মিথ্যা। চাঞ্চল্যকর কোন খুনের সাথেই জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কাজেই এসব কাজে জামায়াত ও ছাত্রশিবিরের অর্থায়ন করার প্রশ্নই আসে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। হত্যা ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। সরকার অযথা হয়রানী করার উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

পদ মর্যাদার কথা চিন্তা করেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মাহফুজুল হক নূরুজ্জামানের প্রতি আহ্বান জানাচ্ছি।”