২৮ মে ২০১৬, শনিবার, ৫:৪৭

শিক্ষানীতি বাতিলের দাবিতে আগামী ৩০ মে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

বর্তমান সরকার কর্তৃক চালু করা শিক্ষানীতি বাতিলের দাবিতে এবং প্রস্তাবিত নীতিহীন শিক্ষা আইন প্রণয়ন করার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২৮ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার নীতি ও আদর্শহীন শিক্ষা আইন প্রণয়ন করে দেশের ছাত্র-ছাত্রীদের নৈতিক অধঃপতনের দিকে ঠেলে দিয়ে জাতির মহাসর্বনাশ করার আয়োজন করছে।

বর্তমানে বাংলাদেশের সর্বক্ষেত্রে নৈতিক অবক্ষয়ের সয়লাব চলছে। এ সময় জাতিকে নৈতিক অবক্ষয় থেকে উদ্ধার করার লক্ষ্যে দেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মুল্যবোধের আলোকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো সময়ের দাবি। সরকার তা না করে শিক্ষার সিলেবাস ও কারিকুলাম থেকে ইসলামের সুমহান মূল্যবোধ ও চেতনাকে সরিয়ে দিয়ে গায়ের জোরে আইন করে নীতিহীন শিক্ষার দিকে জাতিকে ঠেলে দিতে চায়। নৈতিক ও ধর্মীয় শিক্ষা না থাকলে নৈতিকতার দিক থেকে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা জাতি দ্রুত ধ্বংসের গহ্বরে নিপতিত হবে। জাতি সরকারের এ নীতি-নৈতিকতা, বিশ্বাস ও মূল্যবোধহীন উদ্যোগকে কখনো মেনে নেবে না। সরকারের ইঙ্গিতে যারা এ কাজে হাত দিয়েছে তারা প্রকৃত অর্থে এ জাতির শুভাকাঙ্খী হতে পারে না। সরকারের এ নীতিহীন উদ্যোগের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। সুতরাং জাতীয় দাবির প্রতি সম্মান দেখিয়ে সরকারকে প্রস্তাবিত এ নীতি ও নৈতিকতাহীন শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ থেকে সরে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

অন্যথায় সরকারের এ নীতিহীন উদ্যোগের ব্যাপারে জাতি এক ইঞ্চিও ছাড় দেবে না। আমরা আশা করতে চাই যে, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। দেশের শিক্ষিত সমাজ ও ওলামায়েকেরামসহ সর্বস্তরের জনগণকে এ ব্যাপারে সতর্ক থেকে সর্বাত্মক ভূমিকা পালনের জন্য আমরা আন্তরিকভাবে আহ্বান জানাই।

বর্তমান সরকার কর্তৃক চালু করা শিক্ষানীতি বাতিলের দাবিতে ও সরকারের প্রস্তাবিত এ নীতিহীন শিক্ষা আইন প্রণয়নের প্রতিবাদে আগামী ৩০ মে রোজ সোমবার আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সর্বাত্মক সফল করার জন্য জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”