৩১ মে ২০১৬, মঙ্গলবার, ৫:৪৪

ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের জেলে বন্দী করে রেখে কখনো আন্দোলন দমন করা যায় না

গত ৩০ মে রাতে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব জাহিদুল ইসলামকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৩১ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ অন্যায়ভাবে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।

সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যেই বিভিন্ন জেলা জামায়াতের নেতৃবৃন্দকে গ্রেফতার করে জেলে বন্দী করছে। জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে বন্দী করার মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের জেলে বন্দী করে রেখে কখনো আন্দোলন দমন করা যায় না। সরকারের সকল ফ্যাসিবাদী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রেফতার ও নির্যাতন বন্ধ করে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব জাহিদুল ইসলামসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”