জামায়াতে ইসলামীর নেতা পরিচয় দিয়ে অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠানোর ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ৩১ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারো কোন সম্পর্ক নেই।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর পৌরসভা এলাকার বাসিন্দা জামায়াত নেতা পরিচয়দানকারী মজনুর জামায়াতে ইসলামীর সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না। ঐ ঠিকানায় জামায়াতে ইসলামীর কোন নেতা তো দূরের কথা কোন সমর্থকও নেই। আমরা তাকে চিনিও না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ধরনের নোংরা রাজনীতি করে না। জামায়াতের বিরুদ্ধে কাউকে হত্যার হুমকি দানের মত ন্যাক্কারজনক কোন অভিযোগ আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি।
জামায়াতে ইসলামীর নেতা পরিচয় দিয়ে যে ব্যক্তি অ্যাটর্নী জেনারেলকে হত্যার হুমকি দিয়েছে তাকে খুঁজে বের করে আইনের আওতায় এনে আইনানুগ শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”