নাটোর জেলার বনপাড়ায় ৫ জুন দুপুরে সুনীল গোমেজ নামের একজন খ্রীস্টান মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা এবং চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে সকালে কুপিয়ে ও গুলি করে হত্যা করার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ০৫ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নাটোরের বনপাড়ায় একজন খ্রীস্টান ব্যবসায়ীকে ও চট্টগ্রামে একজন এসপির স্ত্রীকে নির্মমভাবে হত্যা করার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশে আজ কারো জানমালের নিরাপত্তা নেই।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে জনগণ আতঙ্কিত। দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলেছে। আর সরকার শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সরকারের বানোয়াট বক্তব্য দেশী-বিদেশী কেউই বিশ্বাস করে না। দেশে যে সব হত্যাকা- ঘটছে তার জন্য বর্তমান সরকারই দায়ী। সরকারের ব্যর্থতার কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ এসব হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব সরকার কিছুতেই এড়াতে পারে না।
তাই নাটোরের বনপাড়ায় একজন খ্রীস্টান ব্যবসায়ীকে এবং চট্টগ্রামে একজন এসপির স্ত্রীকে হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ সব হত্যাকা-ের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে আইনানুগ শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”