চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোড়া পাখিয়া ইউনিয়নের রূপনগর গ্রামের অধিবাসী নিহত বলে কথিত তারেক আজিজের পিতা আবু সালেককে জামায়াতে ইসলামীর সদস্য বা সদস্য প্রার্থী হিসেবে অভিহিত করে দৈনিক কালেরকণ্ঠ, প্রথম আলো, সমকাল ও মানবজমিন পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা তথ্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ০৮ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “উপরোল্লিখিত সংবাদপত্রগুলোর রিপোর্টে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোড়া পাখিয়া ইউনিয়নের রূপনগর গ্রামের অধিবাসী আবু সালেকের জামায়াতে ইসলামীর সদস্য বা সদস্য প্রার্থী হওয়া তো দূরের কথা তিনি জামায়াতে ইসলামীর কর্মীও নন এবং তার পুত্র তারেক আজিজও কখনো ইসলামী ছাত্রশিবির করত না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই উল্লিখিত সংবাদপত্রগুলোতে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে।
এ ধরনের বিভ্রান্তিকর মিথ্যা তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”