দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “আইএসআই ও মোসাদের অর্ধশত এজেন্ট সক্রিয়” শিরোনামে আজ ৮ জুন প্রকাশিত রিপোর্টে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে “ওই (আইএসআই ও মোসাদ) এজেন্টদের বিশেষ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যোগাযোগ সবচেয়ে বেশী।” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ০৮ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক কালের কণ্ঠের রিপোর্টে উল্লেখিত ভিত্তিহীন মিথ্যা তথ্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, আইএসআই ও মোসাদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কাজেই ঐ সব গোয়েন্দা সংস্থার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সবচেয়ে বেশী যোগাযোগ রাখার প্রশ্নই আসে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের সুনাম ও সুখ্যাতি বিনষ্ট করার হীন উদ্দেশ্যেই দৈনিক কালের কণ্ঠে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে। এ ধরনের ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”