৯ জুন ২০১৬, বৃহস্পতিবার, ৫:১২

কূটনীতিকগণের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল পুলিশের হস্তক্ষেপে বন্ধ হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা

০৯ জুন হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ কর্তৃক বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকগণের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল পুলিশের অযাচিত হস্তক্ষেপের কারণে বন্ধ হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতি বছরের ন্যায় এ বছরও কূটনীতিকগণের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছিল। কিন্তু ইফতার মাহফিলের ঠিক আগের রাতে পুলিশের অযাচিত হস্তক্ষেপের কারণে হোটেল কর্তৃপক্ষ স্থানের অনুমতি বাতিল করতে বাধ্য হন।

বর্তমান সরকার ইফতার মাহফিলের মত একটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পর্যন্ত সহ্য করতে পারছে না। সরকার গণবিচ্ছিন্ন হয়ে একদলীয় শাসনের দিকে অগ্রসর হচ্ছে এটা তারই আরেকটি প্রমাণ। গণতন্ত্রের কফিনে সর্বশেষ পেরেক ঢুকিয়ে সরকার স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ একদলীয় শাসন কখনো মেনে নিবে না।

তাই গণতন্ত্র হত্যা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক সকল মানুষকে এগিয়ে আসতে হবে। পুলিশের অযাচিত হস্তক্ষেপে হোটেল কর্তৃপক্ষ স্থানের অনুমতি বাতিল করে দেওয়ায় আমরা সঙ্গত কারণেই আমাদের প্রোগ্রামটি বাতিল করতে বাধ্য হই। আমরা আমাদের অপারগতার কারণে আমন্ত্রিত কূটনীতিকগণের নিকট দুঃখ প্রকাশ করছি।”