৯ জুন ২০১৬, বৃহস্পতিবার, ৫:১১

মাগুরায় জামায়াত শিবিরের নেতা কর্মীদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ

৯ জুন দুপুরে একজন কর্মীসহ মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর বিশ্বাসকে এবং গত ৭ জুন রাতে নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা শামসুল ইসলামকে ও গত ৮ জুন রাতে নরসিংদী শহর জামায়াতের আমীর জনাব জহিরুল ইসলাম মানিক ও জেলা জামায়াতের অফিস সেক্রেটারী আযম মাইনুদ্দিনসহ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের ৬জন নেতা-কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ৯ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীনউদ্দেশ্যেই পুলিশ একজন কর্মীসহ মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর বিশ্বাসকে এবং নরসিংদীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা সম্পূর্ণ নির্দোষ।

সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করার উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে পাঠাচ্ছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হচ্ছে। সরকারের ফ্যাসিবাদী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর বিশ্বাস ও নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা শামসুল ইসলামসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”