গত ৮ জুন দুপুরে গণভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা “দেশে সাম্প্রতিক জঙ্গি কর্মকান্ড এবং একের পর একগুপ্ত হত্যার সাথে বিএনপি জামায়াত জড়িত” মর্মে যে অসত্য বক্তব্য প্রদান করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আজ ৯ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী হত্যা ও সন্ত্রাসের নোংরা রাজনীতিকে ঘৃণা করে থাকে। তাই সাম্প্রতিক সংঘটিত কোন হত্যাকাণ্ডের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। কোন হত্যাকাণ্ডে জামায়াতের জড়িত থাকা বা মদদ দানের প্রশ্নই আসে না।
প্রধানমন্ত্রীর অসত্য বক্তব্যের জবাবে আমি স্পষ্টভাষায় জানাতে চাই যে, দেশের জনগনের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের প্রধানতম দায়িত্ব। এ দায়িত্ব পালনে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রধানমন্ত্রী জামায়াতকে দায়ী করে অসত্য বক্তব্য দিয়ে উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। সাম্প্রতিক সংঘটিত হত্যাকাণ্ডের জন্য তিনি জামায়াতকে দায়ী করে যে হাস্যকর অসত্য বক্তব্য দিয়ে যাচ্ছেন তা দেশী-বিদেশী কেউই বিশ্বাস করে না।
আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কোন ঘটনা ঘটলেই তার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে অসত্য বক্তব্য দেয়া সরকারের স্বভাবে পরিণত হয়েছে। আমরা সরকারের অসত্য বক্তব্যের বার বার প্রতিবাদ করা সত্ত্বেও তারা একই অসত্য বক্তব্য বার বার দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এতে প্রকৃত অপরাধীরা আড়ালেই থেকে যাচ্ছে এবং একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েই চলেছে।
কাজেই জামায়াতে ইসলামীকে দায়ী করে অসত্য বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।”