১১ জুন ২০১৬, শনিবার, ৫:০৮

সারাদেশে জামায়াত এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা

গত ১০ জুন রাতে মানিকগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা কর্মীদের পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১১ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন,“সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় জামায়াতের নেতা-কর্মীদের পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করছে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ।

গত ১০ জুন রাতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: কাজী আবদুল আলিম এবং শিবালয় উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুককে, কুমিল্লা জেলার হোমনা উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ জাকারিয়াসহ তিনজন কর্মীকে, নোয়াখালী জেলার সোনাইমুড়ি পৌরসভা জামায়াতের সেক্রেটারী নাইমুদ্দিনসহ ১২জন নেতা-কর্মীকে, চাঁদপুর জেলায় ৯জন কর্মীকে, ফেনী জেলায় ৩জন কর্মীকে, ঠাকুরগাঁও জেলায় ৪জন কর্মীকে, দিনাজপুরে ১জন কর্মীকে ও নীলফামারীতে ৮জন কর্মীসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের বহু নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

সরকার একদলীয় স্বৈরশাসন পাকাপোক্ত করার হীন উপদ্দেশ্যেই এ পবিত্র রমজান মাসে গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে পাঠিয়ে কষ্ট দিচ্ছে। এতে সরকারের ইসলাম বিরোধী ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের ফ্যাসিবাদী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা জামায়াতের আমীর ডা: কাজী আবদুল আলিম ও শিবালয় উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুকসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”