১২ জুন ২০১৬, রবিবার, ৫:০৩

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জামায়াতকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার কোন ভিত্তি নেই

গত ১১ জুন ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ “জঙ্গি নামে যারা ধরা পড়ছে তারা জামায়াত-শিবির। জামায়াত-শিবির এসপির স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে।” মর্মে যে অসত্য মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ১২ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা একেবারে অসত্য। তার এ বক্তব্যের কোন ভিত্তি নেই।

তিনি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষু্ন্ন করার হীন উদ্দেশ্যেই অসত্য বক্তব্য দিয়েছেন। তোফায়েল আহমেদের বক্তব্যের জবাবে আমাদের স্পষ্ট বক্তব্য হলো জঙ্গি নামে যারা ধরা পড়েছে তাদের কারো সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই এবং এসপির স্ত্রীকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হত্যা করার প্রশ্নই আসে না। জামায়াত সব সময়ই হত্যা ও সন্ত্রাসের রাজনীতিকে ঘৃণা করে।

তাই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন অসত্য বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের প্রতি আহ্বান জানাচ্ছি।”