আওয়ামী লীগ নেতা ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপি আজ ১২ জুন জাতীয় সংসদে জামায়াতকে সন্ত্রাসীদের ধারক-বাহক হিসেবে অভিহিত করে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের আজ ১২ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সম্প্রতি দেশে যে সব হত্যাকান্ড সংঘটিত হয়েছে তার জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী। তারা এ সব হত্যাকান্ডের দায়-দায়িত্ব কিছুতেই এড়াতে পারেন না।
আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে দেখব আওয়ামী লীগের সন্ত্রাসীরাই প্রশাসনের ছত্রছায়ায় দেশে একের পর এক হত্যাকান্ড ঘটিয়েছে। তারা প্রকাশ্য দিবালোকে যে সব হত্যাকান্ড ঘটিয়েছে তার কোন বিচার হয়নি।
আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপি সাহেব জবাব দিবেন কি? বিশ্বজিৎকে হাজার হাজার লোকের সামনে প্রকাশ্য দিবালোকে কোন্ দলের সন্ত্রসীরা হত্যা করেছে? যুবলীগ নেতা মিলকিকে কোন্ দলের সন্ত্রাসীরা হত্যা করেছে? নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের হত্যাকারী ও হত্যার মদদদাতা সন্ত্রাসীরা কোন্ দলের? মাগুরায় মায়ের গর্ভের শিশুকে গুলি বর্ষণকারী সন্ত্রাসীরা কোন দলের? সিলেটে শিশু রাজন হত্যাকারী সন্ত্রাসীরা কোন্ দলের? গাইবান্ধায় শিশু সামিউলের ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসী এমপি কোন্ দলের? ঠাকুরগাঁয়ে অমুসলিমদের জমি দখলকারী সন্ত্রাসী এমপি দবিরুল ইসলাম কোন্ দলের? নরসিংদীর মেয়র জনাব লোকমান হোসেনের হত্যাকারী সন্ত্রাসীরা কোন্ দলের? এভাবে প্রকাশ্য দিবালোকে শতশত ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। শতশত মানুষের সামনে সংঘটিত এ সমস্ত ঘটনা সংঘটনকারী সন্ত্রাসীরা কোন্ দলের তা উপাধ্যক্ষ আবদুস শহীদ সাহেব এবং তার দলের নেতা-নেত্রীরা জবাব দিবেন কি?
সুতরাং জামায়াতে ইসলামী এবং বিএনপিকে সন্ত্রাসের ধারক-বাহক হিসেবে না দেখে রঙ্গিন চশমাটি চোখ থেকে সরিয়ে স্বচ্ছ আয়নায় নিজেদের মুখ আরেকবার দেখার চেষ্টা করুন। আমরা নিশ্চিত যে, তাহলে আপনারা নির্ভুল উত্তরটি পেয়ে যাবেন। আমরা কী আশা করতে পারি যে, আপনারা এ ধরনের ঘৃণিত মিথ্যাচার বন্ধ করবেন??”