১৪ জুন ২০১৬, মঙ্গলবার, ৪:৫৯

জামায়াত শিবিরকে জড়িয়ে জনকন্ঠে প্রকাশিত রিপোর্ট দু’টি সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে “জঙ্গী তৎপরতার পেছনে জামায়াত, উগ্রপন্থীরা” শিরোনামে এবং “গোয়েন্দা রিপোর্ট বলছে শিবিরই করছে গুপ্ত হত্যা” শিরোনামে আজ ১৪ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িযে যে ভিত্তিহীন মিথ্যা ও কাল্পনিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৪ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠে প্রকাশিত উপরে উল্লেখিত রিপোর্ট দু’টি সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট।

দৈনিক জনকণ্ঠ পত্রিকার দু’টি রিপোর্টের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থার স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে। জঙ্গি তৎপরতা, গলাকাটা ও রগকাটা সন্ত্রাসী রাজনীতিকে ঘৃণা করে। কাজেই রগকাটা, গলাকাটা রাজনীতি, জঙ্গী তৎপরতা ও গুপ্ত হত্যার সাথে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক থাকার প্রশ্নই আসে না।

ব্লগার প্রকৌশলী আহমেদ রাজীব হায়দার শোভন হত্যাসহ সাম্প্রতিক সংঘটিত কোন হত্যাকান্ডের সাথেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্যে করার হীন উদ্দেশ্যেই দৈনিক জনকণ্ঠ পত্রিকায় এ ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট দু’টি প্রকাশ করা হয়েছে। এ ধরনের ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

সাম্প্রতিক সংঘটি সকল হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। তা সত্ত্বেও যারা জামায়াতকে দায়ী করে পত্রিকায় মিথ্যা রিপোর্ট প্রকাশ করে অপপ্রচার চালায় তারা হলুদ সাংবাদিকতায় বিশ্বাসী।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”