দেশের রাজনীতিবিদ, আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, ওলামা-মাশায়েখসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আগামী ২৫ জুন ঢাকাস্থ হোটল সোনারগাঁও-এর গ্র্যান্ড বলরুমে এক ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। কিন্তু এক অদৃশ্য শক্তি হোটেল কর্তৃপক্ষকে জামায়াতের বুকিং বাতিল করতে বাধ্য করার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ১৪ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “অদৃশ্য শক্তির ইশারায় পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের মত একটি শান্তিপূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বাতিল করতে আমাদের বাধ্য করার ঘটনায় আমরা বিস্মিত, স্তম্ভিত ও ক্ষুব্ধ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুগ যুগ ধরে প্রতি বছরই পবিত্র রমজান মাসে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সম্মানিত কূটনীতিকবৃন্দ এবং দেশের রাজনীতিবিদসহ বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে। কিন্তু এ বছর অদৃশ্য শক্তির ইশারায় ইফতার মাহফিলের অনুষ্ঠান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অদৃশ্য শক্তির হাতের ইশারায় ইফতার মাহফিলের মত একটি ধর্মীয় ও সামাজিক শান্তিপূর্ণ অনুষ্ঠান থেকে বঞ্চিত করার অর্থই হচ্ছে আজকে দেশের রাজনীতিতে ভদ্রতা, শিষ্টাচার ও সহনশীলতা বলে আর কিছুই থাকল না। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমাদের সাথে এ আচরণের বিচারের ভার আমরা দেশের ১৬ কোটি মানুষের ওপর ছেড়ে দিলাম। এ ঘটনার আগে পুলিশের অযাচিত হস্তক্ষেপের কারণে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সম্মানিত কূটনীতিকগণের সম্মানে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল হতে পারেনি।
আমরা যথারীতি হোটেল বুকিং দিয়েছিলাম এবং হোটেল কর্তৃপক্ষও যথারীতি আমাদের হোটেল বুকিং নিশ্চিত করেছিলেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ হঠাৎ করে গত ১২ জুন বিকেলে মৌখিকভাবে এবং গত ১৩ জুন দুপুরে ইমেইলের মাধ্যমে হোটেল বুকিং বাতিল করে।”
আমরা সে সমস্ত সম্মানিত ব্যক্তিদের কাছে দুঃখ প্রকাশ করছি যাদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম এবং তারাও আমাদের দাওয়াত সাদরে গ্রহণ করেছিলেন। একান্ত বাধ্য হয়েই আমরা অপারগতা প্রকাশ করছি। বর্তমানে আমরা সরকারের চরম জুলুমের শিকার। আমরা বিশ্বাস করি মুক্তিকামী ও দেশপ্রেমিক জনগণ যথাসময়ে এ জুলুমের জবাব দিবে ইনশাআল্লাহ।