১৫ জুন ২০১৬, বুধবার, ৪:৫৭

দৈনিক মানবকণ্ঠ পত্রিকার মিথ্যা রিপোর্টের প্রতিবাদ

দৈনিক মানবকণ্ঠ পত্রিকার অন-লাইনে আজ ১৫ জুন “জামায়াত ছাড়ছেন ব্যারিস্টার রাজ্জাক!” শিরোনামে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১৫ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক মানবকণ্ঠ পত্রিকার অন-লাইনে প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক সম্পর্কে যা লেখা হযেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা।

দৈনিক মানবকণ্ঠ পত্রিকার অন-লাইনে প্রকাশিত রিপোর্টটি সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক জামায়াতে ইসলামীতে আছেন। তার জামায়াত ছাড়ার প্রশ্নই আসে না। কাজেই তার বিদেশ অবস্থান নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোন অবকাশ নেই।

দৈনিক মানবকণ্ঠের রিপোর্টের এক স্থানে লেখা হয়েছে তিনি ২০১৩ সালের ১৭ ডিসেম্বর দেশ ত্যাগ করেছেন। আবার এ তথ্যের পরেই লেখা হয়েছে যে, তিনি ২০১৩ সালের ১৮ ডিসেম্বর তার নামে কলাবাগান থানায় মামলা হওয়ার পরে দেশ ত্যাগ করেন। এ স্ববিরোধী তথ্যের দ্বারাই প্রমাণিত হয় যে, দৈনিক মানবকণ্ঠের এ রিপোর্টটি মিথ্যা।

আমি আশা করি দৈনিক মানবকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষ এ ধরনের বিভ্রান্তিকর মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকবেন এবং অত্র প্রতিবাদটি যথাযথভাবে প্রচার করে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”