১৫ জুন মাদারীপুরের নাজিমউদ্দিন কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীকে চাপাতি দিয়ে মারাত্মকভাবে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “একজন কলেজ শিক্ষককে দিনের বেলা চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় আমি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছি। প্রতিনিয়তই বিশেষ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জঙ্গী ও সন্ত্রাসী ধরার সাঁড়াশি অভিযান চলার মধ্যেও এ ধরনের ঘটনা ঘটল।
গত ১৭ মাসে প্রায় ৪৯ জন ব্যক্তি এভাবে খুন হয়েছে। এ দ্বারা বুঝা যায় যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছে। দেশে-বিদেশে গুপ্ত হত্যার কারণে মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি হলেও সরকার কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না।
আমরা বরাবরই এ ধরনের ঘটনা ঘটার পর প্রকৃত খুনীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার বিষয়টি নিয়ে রাজনীতির খেলা খেলছে। এতে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে যে, সরকার গুপ্ত হত্যা আদৌ বন্ধ করতে চায় কিনা? আমি আবারো বলতে চাই, গুপ্ত হত্যা, সন্ত্রাস বন্ধ করতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। এ ব্যাপারে সরকারকেই উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুবা এই সন্ত্রাস আরো বিস্তৃতি লাভ করে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন করে ফেলবে।
জনগণকেও আমি এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”