২৯ জুন ২০১৬, বুধবার, ৩:৩৫

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতা সিরাজুল ইসলাম সহ ১৫জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলামসহ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ১৫ জন নেতা-কর্মীকে গত ২৮ জুন পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২৯ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ অন্যায়ভাবে নাচোল উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলামসহ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের ১৫ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা সম্পূর্ণ নির্দোষ।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পবিত্র রমজান মাসে সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে বন্দী রেখে তাদের অযথা কষ্ট দিচ্ছে। এতে সরকারের ইসলাম বিরোধী ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সারা দেশে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই নি:শর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”