আজ ১ জুলাই সকালে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুরের রাধামদন মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে দুর্বৃত্তদের কুপিয়ে হত্যা করার নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ০১ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ঝিনাইদহ সদর উপজেলার মধুপুরের রাধামদন মঠের সেবায়েত শ্যামানান্দ দাসকে দুর্বৃত্তদের কুপিয়ে নির্মমভাবে হত্যা করার বর্বর ঘটনা অত্যন্ত দু:খজনক।
ঝিনাইদহের এ ঘটনায় আবারও প্রমাণিত হলো যে, সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানে চরমভাবে ব্যর্থ। দেশে অব্যাহতভাবে হত্যাকান্ড চলতে থাকায় দেশের মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে অশান্তিতে বসবাস করছে। দেশের মানুষের জানমাল, উজ্জত-আবরুর নিরাপত্তা বিধানে সরকারের এ চরম ব্যর্থতা ক্ষমার অযোগ্য।”