২ জুলাই ২০১৬, শনিবার, ৩:৩২

গুলশানে একটি রেস্টুরেন্টে দুর্বৃত্তের সশস্ত্র হামলা এবং দেশী-বিদেশী নাগরিকদের জিম্মির ঘটনার নিন্দা ও গভীর উদ্বেগ

১ জুলাই শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান-২ এর একটি স্প্যানিস  রেস্টুরেন্টে একদল দুর্বৃত্তের সশস্ত্র হামলা এবং উপস্থিত দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করার ঘটনার নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, “গুলশানের একটি রেস্টুরেন্টে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায় এবং উপস্থিত দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্যের হতাহতের খবর পাওয়া গিয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা স্থল ঘিরে রেখেছে।  
 
আমি এ হামলার নিন্দা করছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করি, দুর্বৃত্তদের হাত থেকে জিম্মি দেশী-বিদেশী নাগরিকদেরকে নিরাপদে ও অক্ষত অবস্থায় উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালানো প্রয়োজন। বিশেষ করে বিদেশী নাগরিকরা আমাদের সম্মানিত অতিথি। তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের রাষ্ট্রের। তাছাড়া দেশের যে কোন নাগদরিকের জীবনই রাষ্ট্রের কাছে সবচাইতে বেশি গুরুত্ব পাওয়া উচিত। দুর্বৃত্তদেরকে যথাসম্ভব নিরস্ত্র করে জীবিতাবস্থায় আটক করা উচিত, যাতে তাদের পরিচয় জানা যায় এবং ঘটনার আদ্যোপান্ত বোঝা যায়। 
 
জিম্মিরা যাতে জীবিতাবস্থায় উদ্ধার হতে পারেন সে জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং আহত ও নিহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। ”