২ জুলাই ২০১৬, শনিবার, ৩:৩২

মন্দিরের পুরোহিত ভবসিন্দু বরের উপর দুর্বৃত্তদের হামলার নিন্দা : দোষী ব্যক্তিদের শাস্তির দাবি

আজ ২ জুলাই ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্দু বরকে দুর্বৃত্তদের কুপিয়ে আহত করার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পুরোহিত ভবসিন্দু বরকে দুর্বৃত্তদের কুপিয়ে আহত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। 
 
এ ঘটনা নিয়ে অতীতের ন্যায় কেউই নোংরা রাজনীতি করবেন না বলে আমি মনে করি। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন।”