৯ জানুয়ারি ২০২৩, সোমবার, ১০:০৯

বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদ

বিনা ভোটে নির্বাচিত এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই

-মাওলানা এটিএম মা’ছুম

বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৯ জানুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় গত বছর জুলাই মাস থেকে সরকার আনুষ্ঠানিকভাবে লোডশেডিং-এর ঘোষণা দেয়। তখন ভয়াবহ লোডশেডিং-এর কারণে জনজীবনে এক বিপর্যয়কর পরিবেশ তৈরি হয়। এখনো চাহিদার আলোকে বিদ্যুতের ব্যাপক ঘাটতি রয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সরকারের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান তৎপরতাও পরিলক্ষিত হচ্ছে না। পর্যাপ্ত বিদ্যুতের অভাবে অনেক কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। গত ১৯ নভেম্বর পারইকারি পর্যায়ে বিদ্যুতের দাম একদফা বাড়ানো হয়েছে। এখন আবার খুচরা পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এখন বিদ্যুতের দাম বাড়ানো হলে তার প্রভাব সবকিছুর উপর পড়বে এবং মানুষের কষ্ট আরো বেড়ে যাবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্রাহক পর্যায়ে ১৫ দশমিক ৪৩ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ১৪ বছরে পাইকারি ও খুচরা পর্যায়ে ১০ বার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। এখন বাড়ানো হলে তা হবে ১১ বার। বিনা ভোটে নির্বাচিত এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। যার ফলশ্রুতিতে সরকার কোনো কিছুর তোয়াক্কা করছে না। নিজের ইচ্ছেমত জিনিস-পত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। সরকার জনগণের জন্য এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে পারেনি অথচ একের পর এক দাম বাড়িয়েই যাচ্ছে।

দেশের মানুষের এই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”