চলতি বছরের ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উড্ডয়নের অল্পক্ষণ পরই ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুলের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় বহু নিরীহ শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটে এবং অনেকে গুরুতর আহত হন। গোটা জাতি শোকাহত হয় এ হৃদয়বিদারক ঘটনায়।
গতকাল ৯ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মাইলস্টোন স্কুল পরিদর্শন করেন এবং নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।
পরিদর্শন শেষে তিনি বলেন, “দুর্ঘটনার দিনই আমি ঘটনাস্থল ও আশপাশের এলাকাগুলো পরিদর্শন করেছি এবং নিহতদের পরিবার ও মারাত্মকভাবে আহতদের খবর নিয়েছি। এরপর ব্যক্তিগত অসুস্থতা ও অনিবার্য কিছু কারণে সব পরিবারের বাসায় গিয়ে তাঁদের খোঁজখবর নিতে না পারায় গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি আমি আন্তরিক সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আজ মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা ও জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, পরম করুণাময়ের নিকট প্রার্থনা করছি- তিনি যেন তাঁদের ধৈর্য ধারণের শক্তি দেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করেন।
আমি শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণ ও স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার তাওফিক দানের জন্য মহান রবের নিকট দোয়া করছি।”