বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন বলেন, “অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ১০-দফা দাবি পেশ করেছি। অন্তর্বর্তী সরকারের প্রথম এবং প্রধান কাজই হলো যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।”
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা জামায়াত আয়োজিত পৌর কমিউনিটি সেন্টারে সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নবনির্বাচিত জেলা আমীর মাওলানা তাজউদ্দীন খানকে শপথ বাক্য পাঠ করান।
মেহেরপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা তাজউদ্দীন খানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও মেহেরপুর জেলার তদারককারী ড. আলমগীর বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহাবুব-উল-আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমীর সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, গাংনী উপজেলা আমীর ডাক্তার রবিউল ইসলাম, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা (ডলার) সহ জেলার রুকনগণ।
জনাব মোবারক হোসাইন আরও বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের ইতিবাচক কর্মকাণ্ডে জনগণের মধ্যে জামায়াতের গ্রহণ যোগ্যতা দিন দিন বাড়ছে। আপামর জনতা বলতে শুরু করেছে দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। জামায়াতের নেতাকর্মীরা দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ কোনো ধরনের অপরাধ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। পাড়া-মহল্লায়, হাটে-বাজারে, চায়ের টেবিল সর্বত্রই রব উঠেছে একমাত্র জামায়াতই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে। এজন্য জামায়াতের রুকনদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে। জনগণের আস্থার মূল্য দিতে হবে। এজন্য জনগণের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। তাদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।”