বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিগত ১৫ বছরের ইসলাম বিরোধী তৎপরতা ও আলেম ওলামার ওপর জুলুম নির্যাতনের বর্বর আচরণ জাতির সামনে তুলে ধরে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আলেমদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। বিগত দিনগুলোতে মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মাওলানা মামুনুল হকসহ বহু আলেম-ওলামা আওয়ামী লীগের রোষানলে পড়ে জেল-জুলুম ও শাহাদাত বরণ করেছেন। হাজার হাজার মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ইমাম, মুয়াজ্জিন আওয়ামী আমলে অধিকার বঞ্চিত হয়েছেন। পাঠ্য পুস্তক থেকে নবী করিম সা. এর জীবন চরিতসহ আদর্শ মনীষীদের জীবনী বাদ দিয়ে পৌত্তলিকতা ও সেকুলারের নামে নাস্তিক্যবাদী চিন্তা ধারা শিক্ষাব্যবস্থায় প্রবর্তন করা হয়েছিল। নতুন বাংলাদেশে মানুষ মুক্তভাবে কথা ও চলাফেরার স্বাধীনতা পেয়েছে। মুক্তভাবে তাফসির, সিরাত ও ওয়াজ মাহফিল করার সুযোগ সৃষ্টি হয়েছে। আলেম-ওলামাকে নবী-রাসূলদের (আ.) উত্তরাধিকারী হিসেবে দ্বীনের দাওয়াত ও ইসলামের সার্বজনীন শিক্ষা মানুষের সামনে তুলে ধরে ইসলাম প্রতিষ্ঠার কাজকে বেগবান করতে হবে।”
শনিবার (৯ নভেম্বর) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন। ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। ভার্চুয়াল পদ্ধতিতে দারসুল কুরআন পেশ করেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার ন্যাশনাল প্রেসিডেন্ট শায়েখ মাওলানা দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যাপক মফিজুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম শামছুদ্দিন, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা রাশীদুল হাসান জাহাঙ্গীর, ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্বের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রনি, আল বিরুনী চাইল্ড একাডেমীর অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন সালেহী, কাছারিপাড়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবদুল কাইউম। দোয়া পরিচালনা করেন আড়াইবাড়ি দরবার শরীফের পীর মাওলানা গোলাম পরোয়ার সাঈদী। শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আবদুল হাকিমের সভাপতিত্বে, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এএনএম আবু তাহের ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু ইউসুফের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনির হোসাইন, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা আবুল হাশেম, সহকারী সেক্রেটারি সামছুল আলম, আবদুস সাত্তার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন মিলন, সেক্রেটারি ইকবাল হোসেন মজুমদার, ইউনিয়ন শিবিরের সভাপতি আবুল বাশার, ফাহাদ হোসাইন।