২ নভেম্বর শনিবার বিকালে মাগুরা জেলা জামায়াতের নব-নির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠান ঐতিহাসিক আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারাক হোসাইন। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় ও জেলা আমীর অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন ও অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খোন্দকার আলী মহসীন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসেন বলেন, “শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশে এক অভূতপূর্ব গণবিপ্লব সংঘটিত হয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জাতি পেয়েছে এক নতুন বাংলাদেশ। এ বিজয় জনগণের বিজয়। এ বিজয় জনআকাক্সক্ষার বিজয়। শেখ হাসিনার জুলম-নির্যাতন বিশ্বের সকল স্বৈরচারকে হার মানিয়েছে। যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দুনিয়ার কোনো শক্তি তাদের দমিয়ে রাখতে পারেনা। যার জ্বলন্ত প্রমাণ বিশ্বের অন্যতম স্বৈরশাসক শেখ হাসিনার পতন।
তিনি আরও বলেন, আঘাতের পর যেমন প্রতিঘাতের সম্ভাবনা থেকে যায়, তেমনি বিপ্লবের পর প্রতিবিপ্লবেরও সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই পতিত স্বৈরাচারের লুকিয়ে থাকা দোসররা কয়েকবার নানারূপে ও কূটকৌশলে প্রতিবিপ্লব সংঘটনের অপচেষ্টা চালিয়েছে। ঐক্যবদ্ধ ও সচেতন ছাত্র-জনতা তাদের সেই অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। দেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র-চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে। তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে এবং সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। এব্যাপারে অন্তর্বর্তী সরকার ও দেশবাসীকে সতর্ক থাকতে হবে এবং চক্রান্ত-ষড়যন্ত্রকারীদের কঠোর হস্তে দমন করতে হবে।”