বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, “স্বৈরাচারের মদদে যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করার চেষ্টা করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
২৬ অক্টোবর শনিবার কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ সাংগঠনিক থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মু. লুৎফর রহমান খান মাসুম এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মোঃ আব্দুর রব। বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমীর মোঃ মোছলেহ উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ড.মাসুদুল হক চৌধুরী প্রমুখ।
মাওলানা এটিএম মা’ছুম বলেন, “আওয়ামী লীগ এদেশের মানুষের প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়নি। দলটি ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারেই মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছে। একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াত কর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”