২১ অক্টোবর ২০২৪, সোমবার, ১২:৪৬

কক্সবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে

-এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “ফ্যাসিস্ট আ' লীগ সরকার গায়ের জোরে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করেছে। সাড়ে পনেরো বছরের শাসনামলে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছে তারা। এক ব্যক্তির হাতে ৭ টি ব্যাংকের মালিকানা তুলে দিয়ে অর্থনৈতিক খাতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে বিদেশে সেকেন্ড হোম বানিয়েছে ফ্যাসিস্ট আ'লীগের দোসররা। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।”

২১ অক্টোবর সোমবার কক্সবাজার শহর শাখা আয়োজিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক এর সভাপতিত্বে এবং সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সেক্রেটারি মমতাজ উদ্দিন বাহারী।