বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন, “সবাই মিলে দেশকে একটি সৎ, যোগ্য, দুর্নীতি মুক্ত ও মানুষের আমানত রক্ষাকারী একটি দলকে ক্ষমতায় বসিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি। হাজার-হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা সকল মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি। ফ্যাসিবাদ, স্বৈরাচার, সন্ত্রাসবাদ কখনও গণতন্ত্র হতে পারে না। যারা এর সাথে জড়িত তাদের নির্বাচন করার অধিকার থাকতে পারে না। তারা যদি আবার ক্ষমতায় আসে স্বৈরশাসন কায়েম করবে। যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে। জামায়াত নেতাদের বিচারের নামে হত্যায় যারা জড়িত সেই বিচারক ও তাদের পিছনে থেকে যারা ইন্দন দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।”
১৯ অক্টোবর শনিবার কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা আমীর মুহাম্মদ ইসহাক খন্দকার, কেন্দ্রীয় মজিলিশে শুরা সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত, জামায়াত নেতা ড. দেলোয়ার হোসেন। দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ এ.কে.এম সওয়ার উদ্দিন সিদ্দিকী।
ডা. তাহের বলেন, “আমরা সংষ্কারের বিষয়ে দাবি করেছি আনুপাতিক হারে নির্বাচনের। এ নিয়মে ভোট হলে সারা দেশে দলীয় প্রতীকে ভোট হবে। ফলে কোন আসনে নির্দিষ্ট প্রার্থী না থাকায় দেশে নির্বাচন নিয়ে কোন সন্ত্রাসী কার্যক্রম হবে না। যে দল যত ভাগ ভোট পাবে তারা তার মূল্যায়নে সংসদে প্রতিনিধিত্ব করবে। আমরা চাই এই সরকার নির্ধারিত ও প্রয়োজনীয় সময় পযর্ন্ত টিকে থাকুক। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।”