বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “৫৩ বছরের ইতিহাসে বাংলাদেশের সংস্কৃতির কোন পরিবর্তন হয়নি। ফলে মানুষের ভাগ্যেরও কোন পরিবর্তন হয়নি। পৃথিবীর ইতিহাসে কারো জানা নেই যে কেন্দ্রীয় ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়। বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকার সেই কাজটি করেছে। বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যেই সেক্টরকে আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত করে যায়নি। নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে তারা। বাংলাদেশে সর্বপ্রথম কেয়ারটেকার সরকার প্রবর্তন করে জামায়াতে ইসলামী। ইতিমধ্যে কেয়ারটেকার সরকারের অধীনে বাংলাদেশে বেশ কয়েকটি সুষ্ঠু নির্বাচন হয়েছে।”
১৯ অক্টোবর শনিবার কিশোরগঞ্জ জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী।
এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “ বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যে দশটি সংস্কার প্রস্তাব জাতির সামনে এবং বর্তমান সরকারের নিকট পেশ করেছে। আমরা আশা করি বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে চোর, ডাকাত, ব্যবসায়ী, দুর্নীতিবাজরা পার্লামেন্টে ঢোকার সুযোগ পাবে না।”
সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা তৈয়বুজামান, অধ্যাপক আব্দুস সালাম, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম প্রমুখ।
সম্মেলন উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সিফাত উল্লাহর বাবা হাফেজ নুরুজ্জামান।