১৯ অক্টোবর ২০২৪, শনিবার, ১২:২৫

ভোলা জেলা জামায়াতের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারলে শহীদদের রক্তের মূল্যায়ন হবে

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারলে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রক্তের মূল্যায়ন হবে।

১৯ অক্টোবর শনিবার ভোলা জেলা জামায়াতের উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর মাস্টার জাকির হোসাইন এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ইসমাইল হোসেন মনির, মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আক্তার উল্লাহ, মাস্টার বেলায়েত হোসাইন উপাধ্যক্ষ অলিউল্লাহ কবির প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “শোষণমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। অতীতে যারাই যখন ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় ছিল, তারাই দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশের অর্থনীতিকে তছনছ করে কেউ কেউ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কিন্তু জামায়াতে ইসলামীর দুইজন মন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাঁরা এক পয়সা দুর্নীতি করেছে বলে আজ পর্যন্ত কেউ অভিযোগও করতে পারেনি। এমনকি যতজন এমপি দায়িত্ব পালন করেছেন তাঁদের বিরুদ্ধেও কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেনি। কারণ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এক আল্লাহকে ভয় করে। রাষ্ট্রীয় সম্পদকে জনগণের সম্পদ মনে করে এবং বিশ্বাস করে। সেজন্য জামায়াতের কর্মীরা জনগণের সম্পদ লুট করে না এবং করবেনা।”

তিনি বলেন, “দেশ পরিচালনার দায়িত্ব জনগণ জামায়াতে ইসলামীর হাতে দিলে, বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে। সুদ কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। যাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মসূচি। যেখানে উচু-নিচু, ধনী-গরীব কোন ভেদাভেদ থাকবে না।