জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আলাøহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ও কল্যাণময় রাষ্ট্র গড়ে তুলতে চায়। তবে কোনো সশস্ত্র সংগ্রাম বা সন্ত্রাসী কর্মকা-ের মধ্য দিয়ে নয়। বরং সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও নিয়মতান্ত্রিকভাবে। জামায়াত জনসেবামূলক কার্যক্রম ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে জনমত গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সফলতা আনতে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই এই কাজ আঞ্জাম দেয়া সম্ভব। জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে প্রকৃত মোমিন মুসলমান তথা আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি কুরআন বুঝে পড়া, সাপ্তাহিক বৈঠক ও অন্যান্য কর্মসূচিতে যোগ দেয়া, দাওয়াতি কাজ করা, বেশি বেশি দান-সদকা এবং সমাজসেবার কাজে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করে জাতিকে নেতৃত্ব দিতে হবে।
৩০ ডিসেম্বর শনিবার নীলফামারী জেলা জামায়াত আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আমীর জনাব আবদুর রশিদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, মানবসম্পদ সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম, শিক্ষা ও প্রচার সম্পাদক প্রভাষক ছাদের হোসেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল এবং উপজেলা আমীরগণ। সম্মেলনে প্রায় সাড়ে ৭ শত ডিভাইসের মাধ্যমে ২০ হাজার সহযোগী সদস্য অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ চরম ইসলাম বিদ্বেষী দল। তারা যেমন তাদের দলের নাম থেকে ইসলাম ছেটে ফেলে ধর্মনিরপেক্ষ সেজেছে, তেমনি দেশের শিক্ষা ব্যবস্থা ও সাহিত্য সংস্কৃতি থেকেও ইসলামী নীতি-আদর্শ বাদ দিয়ে পৌত্তলিকতা সংযুক্ত করেছে। নতুন শিক্ষা কারিকুলামে এক আজগুবি চিন্তাভাবনার সমাবেশ ঘটিয়েছে। একইভাবে রাজনীতি থেকেও ইসলাম তথা আদর্শিক ভাবধারা নিশ্চিহ্ন করতে সম্পূর্ণ প্রতিহিংসাপরায়ণ হয়ে জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের এমন অনৈতিকতার জবাব আমরা আইনগতভাবেই দিবো। সেইসাথে রাজপথে নিয়ম মাফিক আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখে জুলুমের শিকার জাতিকে রক্ষা করতে সচেষ্ট থাকবো। ইনশাআল্লাহ এই দুঃশাসনের অবসান হবেই। মজলুম জনতা ও দলের প্রতি আল্লাহর সাহায্য আসবেই। এজন্য আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান তিনি।